খবর- ভারতে ১,০২৪ জন বাংলাদেশি আটক: আমাদের জানানো হয়নি-তৌহিদ হোসেন

Home Page » জাতীয় » খবর- ভারতে ১,০২৪ জন বাংলাদেশি আটক: আমাদের জানানো হয়নি-তৌহিদ হোসেন
রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫


পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

বঙ্গ-নিউজ: বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় কর্তৃপক্ষ শনিবার গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে অভিযান চালিয়ে ১,০২৪ জন কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে। এই প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত আমরা কেবল গণমাধ্যমের প্রতিবেদনই দেখেছি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি।’

ভারতে আটক ব্যক্তিরা বাংলাদেশি প্রমাণিত হলে যাচাই-বাছাই সাপেক্ষে তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এর আগে তাদের নাগরিকত্ব নিশ্চিত করা অপরিহার্য বলে তিনি জোর দেন।

রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। একইসঙ্গে, তিনি খুব প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের আপাতত ভারত ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

তিনি জানান, ভারত আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করলে পররাষ্ট্র মন্ত্রণালয় আটক ব্যক্তিদের জাতীয়তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করবে।

‘ভারতে আটক কেউ বাংলাদেশি নাগরিক হিসেবে প্রমাণিত হলে আমরা অবশ্যই তাদের ফিরিয়ে আনব,’ তৌহিদ হোসেন বলেন। তবে তিনি সতর্ক করে দেন যে, ভারতেও বাংলাভাষী অনেকে আছেন যাদের দেখতে বাংলাদেশিদের মতোই মনে হতে পারে, তাই নাগরিকত্ব যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈধ ভারতীয় ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশি নাগরিকদের হয়রানির শিকার হওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে সরকার যথাযথ পদক্ষেপ নেবে।

তিনি যোগ করেন, ‘একটি বিষয় পরিষ্কার – যারা বৈধ ভিসা নিয়ে ভ্রমণ করেন, তারা সফর শেষ করে দেশে ফিরে যাবেন এটাই প্রত্যাশিত। তবে কেউ আইন লঙ্ঘন করলে, সে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।’

উপদেষ্টা স্পষ্ট করেন যে, বাংলাদেশ এখনও ভারত ভ্রমণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ভ্রমণ সতর্কতা (Travel Advisory) জারি করেনি। তবে বর্তমান পরিস্থিতিতে খুব জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের ভারত ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সবশেষে তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায়।

বাংলাদেশ সময়: ২০:২৫:৪৬ ● ২০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
">

শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
  • মহানবী (সা.)-এর জীবনী পাঠের অপরিহার্যতা
    শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
  • জুলাই সনদ নিয়ে অসন্তুষ্টি : জামায়াত ও এনসিপি কতদূর যাবে
    শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ইউক্রেনে স্থল নৌ ও আকাশপথে সেনা পাঠাতে প্রস্তত ২৬ দেশ
    শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
  • বিশ্বজুড়ে ‘ওয়েপনস’-ঝড়, কী আছে এই সিনেমায় বিনোদন ডেস্ক
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • দেশে আসছে লোমহর্ষক সিনেমা ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’(Based on the true story)
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • নেইমারের মন্তব্যের কড়া জবাব দিলেন আনচেলত্তি
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • দেশত্যাগে নিষেধাজ্ঞয় জিএম কাদের ও তার স্ত্রী
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান, বাবরসহ সব আসামি আপিলেও খালাস ( ভিডিওসহ)
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • পাগলা মসজিদে দানের রেকর্ড ভাঙল, এবার মিলল ১২ কোটি টাকার বেশি
    রবিবার ● ৩১ আগস্ট ২০২৫

    আর্কাইভ