অবিশ্বাস্য এক ওভারের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব: এক বলে ২২ রান

Home Page » ক্রিকেট » অবিশ্বাস্য এক ওভারের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব: এক বলে ২২ রান
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫


রোমারিও শেফার্ড

বঙ্গনিউজ: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অবিশ্বাস্য এক ওভারের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব, যেখানে মাত্র একটি বৈধ বল থেকে এসেছে ২২ রান। সেন্ট লুসিয়া কিংসের বোলার ওশানে থমাসের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে এই কীর্তি গড়েন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ব্যাটার রোমারিও শেফার্ড।

গতকাল অনুষ্ঠিত এই ম্যাচে ইনিংসের ১৫তম ওভারে ঘটে এই নজিরবিহীন ঘটনা। থমাসের করা ওভারটির ধারা ছিল এমন—নো বল, ওয়াইড, নো বল ও ছক্কা, আবারও নো বল ও ছক্কা এবং শেষ পর্যন্ত একটি বৈধ বলে ছক্কা। বার বার ক্রিজের বাইরে পা ফেলার কারণে আম্পায়ার তাকে নো বল দেন। ফলে ফ্রি হিটের সুযোগ কাজে লাগিয়ে শেফার্ড তিনটি ছক্কা হাঁকান। সব মিলিয়ে থমাসের ওই ওভারে মোট ৩৩ রান সংগ্রহ করে গায়ানা।

শেফার্ডের এই বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৬ উইকেটে ২০২ রানের বিশাল স্কোর গড়ে। শেফার্ড নিজে অপরাজিত থাকেন মাত্র ৩৪ বলে ৭৩ রান করে, যার মধ্যে ছিল পাঁচটি চার ও সাতটি ছক্কা।

তবে শেফার্ডের এমন বীরত্বপূর্ণ ইনিংস এবং দলের বিশাল সংগ্রহও শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট ছিল না। সেন্ট লুসিয়া কিংস দুর্দান্ত ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচটি জিতে নেয়। ফলে ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা একটি ওভারের পরও গায়ানাকে মাঠ ছাড়তে হয়েছে পরাজয়ের হতাশা নিয়ে।

বাংলাদেশ সময়: ১৮:৫০:০১ ● ৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ