সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ‘শাটডাউন’ ঘোষণা

Home Page » জাতীয় » সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ‘শাটডাউন’ ঘোষণা
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫


সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ‘শাটডাউন’ ঘোষণার ব্রিফিং

বঙ্গ-নিউজঃ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সারাদেশে সব ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে সমাবেশ থেকে এই ঘোষণা আসে। পরবর্তীতে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান।

দিনের শুরুতে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়।

পরে আহত হওয়ার অভিযোগ সত্ত্বেও বিকেলে আন্দোলনকারীরা আবারও শাহবাগে ফিরে এসে অবরোধে বসেন। রাত ১০টার দিকে সেখানে উপস্থিত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, অপ্রীতিকর ঘটনার তদন্তে বৃহস্পতিবারই একটি কমিটি গঠন করা হবে।

এর পর আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আমাদের তিন দফা দাবি এখনো পূরণ হয়নি। আন্দোলন চলমান থাকবে। তবে জনদুর্ভোগ এড়াতে আপাতত নতুন কোনো ভোগান্তিমূলক কর্মসূচিতে যাচ্ছি না। বৃহস্পতিবার বিকেল ৫টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে সাংবাদিকদের উপস্থিতিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ জানান, ‘আমাদের কর্মসূচির ধারাবাহিকতায় আগামীকাল দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ শাটডাউন পালন করা হবে।’

উল্লেখ্য, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহারের সুযোগ না দেওয়া, কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কেবল স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার দেওয়ার দাবিতে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন। গত মঙ্গলবার বিকেলে তাঁরা পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন এবং রাতে ‘লংমার্চ টু ঢাকা’ শেষে যমুনার উদ্দেশ্যে যাত্রার ঘোষণা দেন। বুধবার দুপুরেও যমুনার পথে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা।

আন্দোলনকারীদের দাবি, পুলিশের হামলায় অন্তত ৫০–৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে পুলিশের ভাষ্য, শিক্ষার্থীদের নিক্ষেপ করা ইটপাটকেলে আট পুলিশ সদস্য আহত হন।

বাংলাদেশ সময়: ১:৫১:২৭ ● ৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ