মধ্যনগরে মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার

Home Page » সারাদেশ » মধ্যনগরে মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার
সোমবার ● ১৬ মে ২০২২


ফাইল ছবিস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার  সদর বাজারের দক্ষিণ পার্শ্বে  ঠাকুরাকোণা ট্রলারঘাটে পানিতে ভাসমান অবস্থায়  মানসিক প্রতিবন্ধী (৩০)এক নারীর মরদেহ   উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ মে) সকাল ৮ টার দিকে  স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় মধ্যনগর বাজারের ঠাকুরকোণা ট্রলার ঘাটে উবদাখালী নদীতে একটি মরদেহ  পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়।পরে স্থানীয়রা মধ্যনগর থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে ওই মরদেহটি উদ্ধার করে  থানায় নিয়ে আসা হয়। ওই নারী দীর্ঘদিন ধরে এলোমেলো ভাবে মধ্যনগর বাজারে ঘুরাঘুরি করতো এবং সেখানেই থাকতো।

মধ্যনগর থানার ওসি জাহিদুল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই মরদেহটি উদ্ধার করেছি।ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠিয়েছি।উদ্ধারকৃত মরদেহটি এক মানসিক প্রতিবন্ধী নারীর।সে দীর্ঘদিন ধরেই মধ্যনগর বাজারে থাকতো।এখনও আমরা মরদেহটির আসল পরিচয় পায়নি।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৫৯ ● ৯২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ