সাবেক ইসি মাহবুব তালুকদার মারা গেছেন

Home Page » জাতীয় » সাবেক ইসি মাহবুব তালুকদার মারা গেছেন
বুধবার ● ২৪ আগস্ট ২০২২


ফাইল ছবি- সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

বঙ্গ-নিউজ:  সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার মারা গেছেন। আজ বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টার কিছুক্ষণ পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে আইরিন মাহবুব।

তিনি বলেন, গেল কয়েক বছর ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মাহবুব তালুকদার। বাসায় থেকেই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতেন। আজ বুধবার হঠাৎ করেই অক্সিজেন লেবেল নেমে গেলে বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির কিছুক্ষণের মধ্যেই তিনি মারা গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে কিছুদিন সাংবাদিকতা করেন মাহবুব তালুকদার। শিক্ষকতা করেছেন তৎকালীন জগন্নাথ কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ে চাকরি করেন। তার পর থেকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২০:৪১:৩৮ ● ২৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ