নারী ক্রিকেট দলকে ৩৫ লাখ টাকা পুরস্কার দিচ্ছে বিসিবি

Home Page » ক্রিকেট » নারী ক্রিকেট দলকে ৩৫ লাখ টাকা পুরস্কার দিচ্ছে বিসিবি
রবিবার ● ২৩ জুলাই ২০২৩


ভারতীয় নারী ক্রিকেট দলের সাথে ড্র করায় বাংলাদেশ নারী ক্রিকেটারদের আনন্দ প্রকাশ

বঙ্গ-নিউজ: প্রথমবারের মতো ভারতীয় নারী ক্রিকেট দলকে ওয়ানডে ক্রিকেটে হারিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটি হয়েছে টাই। তিন ম্যাচের সিরিজটি ১-১-এ ড্র করেছে নিগার সুলতানা জ্যোতির দল। টি-টোয়েন্টি সিরিজেও এক ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের পরই দলকে পুরস্কার দেওয়ার আভাস দেন বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। এবার সেটির বাস্তবিক প্রতিফলন দেখা গেল।

ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য খেলোয়াড় ও কোচিং স্টাফদের সবমিলিয়ে ৩৫ লাখ টাকা দেবে বিসিবি। আজ রোববার টিম হোটেলে নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর এ কথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘সাধারণত সিরিজ জিতলে আমাদের পক্ষ থেকে বোনাস দেওয়া হয়। এবার সিরিজ না জিতলেও প্রথমবার ওদের বিপক্ষে ওয়ানডে জিতেছে। শেষ ম্যাচে অবিশ্বাস্যভাবে টাই করেছে। আমাদের সেঞ্চুরি আছে একটা, বেশ কয়েকজন খুব ভালো খেলেছে। এসব কিছু বিবেচনায় আমরা যেটা করেছি, শুধু ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা। আলাদা আলাদা পারফরম্যান্সের জন্য যেমন, সেঞ্চুরির জন্য ২ লাখ এবং যারা ভালো করেছে ওদের জন্য আলাদা টাকা দিয়েছি। সবমিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ টাকা হবে।’

নারী ক্রিকেট নিয়ে বোর্ডের দৃষ্টিভঙ্গিও বদলাচ্ছে উল্লেখ করে নাজমুল হাসান বলেন, ‘আমরা নারীদের ক্রিকেটকে খুব বেশি গুরুত্ব দেইনি, এটা সত্যি কথা। এখন থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ২০:৫৬:৫৯ ● ১৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ