সকাল থেকে লোকে লোকারণ্য নয়াপল্টন

Home Page » প্রথমপাতা » সকাল থেকে লোকে লোকারণ্য নয়াপল্টন
শনিবার ● ২৮ অক্টোবর ২০২৩


সকাল থেকে লোকে লোকারণ্য নয়াপল্টন

 বঙ্গ-নিউজঃ    সকাল থেকেই লোকে লোকারণ্য রাজধানীর নয়াপল্টন। দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। মুহুর্মুহু স্লোগানে কম্পিত হয়ে উঠছে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা।

শনিবার দুপুর ২টায় মহাসমাবেশ শুরুর কথা থাকলেও সকালেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা।

আজকের মহাসমাবেশ থেকে সরকার পতন আন্দোলনের মহাযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

কমলাপুর, পুরানা পল্টন, কাকরাইল, শাহজাহানপুর এলাকায় প্রধান সড়কগুলোতে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীরা সর্তক অবস্থানে রয়েছে।

এছাড়া গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, সাভারসহ আশপাশের জেলা থেকে বাস-ট্রাক, ট্রেন ও ব্যক্তিগত গাড়িতে করে মহাসমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা।

এদিকে সমাবেশে আসার পথে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা ও আটকের অভিযোগ করেছে দলটি। রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। তল্লাশি করে যানবাহন ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমিনবাজার এলাকায় পায়ে হেঁটেও নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১০:৩১:৪৩ ● ৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ