এবিএম সোহেল রশিদ- এর কবিতা চিঠির ভাঁজে
Home Page »
সাহিত্য »
এবিএম সোহেল রশিদ- এর কবিতা চিঠির ভাঁজে
সুরভিত চিঠির ভাঁজে কাব্যরস ঢেলে
তির্যক বাক্যবাণে কিসের ভয় দেখাও
কেন? তুমি কি একদিন হয়ে যাবে উধাও?
কি করে সম্ভব, জানা নেই আমার
নিয়তির চুক্তিতেই দু’জনা সমান অংশীদার
কিছুতেই পার না করতে একতরফা চুক্তি ভঙ্গ
একই সুতোয় বাঁধা আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ
আর বাকি সব অনুষঙ্গ
যখনই পালাতে যাও
ভালোবাসা-বিশ্বাস-স্নেহ-সম্মান-আদর
প্রত্যাশা-স্বপ্ন-সুখ-দুঃখ তেড়ে আসে
হয়ে উঠে প্রতিবাদ মুখর
তাতে কি তুমি লজ্জা পাও
কথাছিল সব কিছুর অংশীদার হবো
তবে কেন চুক্তিভঙ্গের এইসব ষড়যন্ত্র
ঘাড়-ত্যাড়া শব্দটা আমার খুব পছন্দ
তাই এ শব্দটির ব্যাবহার চাইনা আর যত্রতত্র।
রাগে অভিমানে শর্তভঙ্গের পথে পা বাড়াই
ভেবো না, আমি এখনও আগের মতো বোকাই
আশ্বস্ত হয়েছি
যমরাজের সাথে নেয়া আড়িটা প্রলম্বিত হচ্ছে
তাও জেনেছি
তবুও ফিরে এসো পুরনো বাকে
যেখানে সুখ-দুঃখের বসতি
বুকে বুক রেখে জড়িয়ে থাকে।
বাংলাদেশ সময়: ১৭:১৩:০৬ ●
২৮৩ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)