চট্টগ্রাম ও ফেনীতে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Home Page » প্রথমপাতা » চট্টগ্রাম ও ফেনীতে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬


চট্টগ্রাম ও ফেনীতে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্রে বাতিল

চট্টগ্রাম ও ফেনীতে বাতিল ৫৩ মনোনয়নপত্রের মধ্যে ২২টি স্বতন্ত্র প্রার্থীর। চট্টগ্রামে মনোনয়নপত্র বাতিল হওয়া ৪১ জনের মধ্যে ১৬ এবং ফেনীতে মনোনয়নপত্র বাতিল হওয়া ১২ জনের মধ্যে ছয়জনই স্বতন্ত্র। ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত নথিতে গরমিলের কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ১৮ জন স্বতন্ত্র প্রার্থীসহ ১৪৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। চার দিন ধরে চলা যাচাই-বাছাই কার্যক্রমে ৪১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

সমর্থনযুক্ত ভোটার তালিকার গরমিলের পাশাপাশি ঋণখেলাপি হওয়ার কারণে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক উপকোষাধ্যক্ষ এস এম ফজলুল হক, সাবেক হুইপ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা ও মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ। ১ শতাংশ ভোটারের তথ্য দৈবচয়নের ভিত্তিতে যাচাই-বাছাই করে সঠিক প্রমাণিত না হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

একই কারণে স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের মো. আজাদ চৌধুরী, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের মিলন কান্তি শর্মা, চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) আসনের মোহাম্মদ আরমান আলী ও মো. ওমর ইউসুফ খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে দলীয় মনোনয়ন ছাড়া বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া ও প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করায় স্বতন্ত্র প্রার্থী আলী আব্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম-১৪ আসনে ১ শতাংশ ভোটারের সত্যতা না পাওয়ায় মো. মিজানুল হক চৌধুরী ও মো. নুরুল আনোয়ারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মোহাম্মদ আশরাফ ছিদ্দিক ও শহিদুল ইসলাম চৌধুরীর দলীয় মনোনয়ন না থাকায় প্রার্থিতা বাতিল করা হয়েছে। ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত নথিতে গরমিলের কারণে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জিন্নাত আক্তার ও আহমদ কবির এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া ও এ কে এম আবু তাহেরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, ‘যাদের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছে, তারা প্রত্যেকে আপিলের সুযোগ পাবেন। ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিলের সুযোগ রয়েছে। ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে।’

ফেনীতে মনোনয়নপত্র বাতিলেও স্বাক্ষর গরমিল
ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে মরহুম বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত, তিনজনের মনোনয়নপত্র বাতিল এবং ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ নাজমুল আলম আয়কর কপি দাখিল না করায়, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ভূমি উন্নয়ন কর না দেওয়ায় এবং স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়ার ১ শতাংশ স্বাক্ষর কম থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ফেনী-২ (ফেনী সদর) আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ও ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। হলফনামায় স্বাক্ষর না দেওয়ায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহেরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়ার ট্যাক্স রিটার্ন জমার প্রমাণ না থাকা এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইয়াকুব নবী ভূঁইয়া, মো. ইসমাইল এবং এস এম হুমায়ুন কবির পাটোয়ারীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ১১ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ২৮ ডিসেম্বরের আগে নিজের মালিকানাধীন ‘গাইডেন্স আইটি ট্রেনিং ইনস্টিটিউট’-এর ট্রেড লাইসেন্স ফি তথা সরকারি পাওনা পরিশোধ না করায় ইনসানিয়াত বিপ্লবের মো. হাসান আহমদ, হলফনামায় স্বাক্ষর না থাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আলী, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে মৃত ভোটার ও ভোটারের তথ্য না পাওয়ায় খালেদ মাহমুদ এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় ও চলমান সরকারি কাজের কার্যাদেশ থাকায় মাহবুবুল হক রিপনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত রোববার ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক এ কার্যক্রম সম্পন্ন করেন।

বাংলাদেশ সময়: ১১:৫২:৫৭ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ