ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকাণ্ডে এবার তিন তারকার বিরুদ্ধে মামলা

Home Page » অর্থ ও বানিজ্য » ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকাণ্ডে এবার তিন তারকার বিরুদ্ধে মামলা
শুক্রবার ● ১০ ডিসেম্বর ২০২১


তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম

বঙ্গনিউজঃ   ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক গ্রাহক। সাদ স্যাম রহমান নামে ওই গ্রাহকের দাবি, ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন এই তিন তারকা। আর তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান।

তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনকে আসামি করে গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান প্রতারণার মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। মামলার অন্য আসামিরা হলেনর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েস।

মামলার এজাহারে ওই গ্রাহক উল্লেখ করেছেন, ইভ্যালির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। কর্মকর্তা হিসেবে তাদের উপস্থিতি এবং প্রমোশনাল কর্মকাণ্ডের ওপর আস্থা রেখে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। তার কাছ থেকে তিন লাখ ১৮ হাজার প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে, যা তিনি এখনো ফেরত পাননি। এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ৯:৪০:৪৯ ● ৭৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ